মালদা

জামাই ষষ্ঠীর দিনে মালদা শহরের বিভিন্ন মন্দিরে মহিলাদের ঢল

পশ্চিমবঙ্গের বিভিন্ন ফেস্টিভ্যালের মধ্যে জামাই ষষ্ঠী অন্যতম। মঙ্গলবার ছিল সেই অন্যতম ফেস্টিভ্যাল জামাই ষষ্ঠী। আর এদিন জামাই ও পরিবারের মঙ্গল কামনায় বিভিন্ন মন্দিরে মন্দিরে দেখা গেল মহিলাদের পুজার্চনার ভিড়। এদিন মালদা শহরের বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন এলাকার বট গাছে ফুল ফল সহকারে পুজো করার পর সুতা বেঁধে পুজো সম্পন্ন করেন গৃহবধূ থেকে বহু মহিলা। সকলের একটাই প্রার্থনা আদরের জামাই থেকে পরিবারের সন্তান পরিজনেরা সকলেই যেন সুখে শান্তিতে থাকে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/fBWSvqqaf5s